গুরুদাসপুর উপজেলা ও পৌর জাতীয় পার্টির যৌথসভা

আপডেট: আগস্ট ৭, ২০১৭, ১২:৫০ পূর্বাহ্ণ

গুরুদাসপুর প্রতিনিধি


গুরুদাসপুর উপজেলা ও পৌর জাতীয় পার্টির যৌথসভায় অতিথিগণ-সোনার দেশ

নাটোরের গুরুদাসপুর উপজেলা ও পৌর জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা ও পৌর কার্যালয় এমপি টার্কে যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাড. মজিবর রহমান সেন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ আবুল কাশেম সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সহসভাপতি মো. আশরাফুল আলম ডাবলু, সদর উপজেলা জাপার সাধারণ সম্পাদক মো. আবদ্ও রহমান, প্রচার সম্পাদক আশরাফুজ্জামান মুন্নী, গুরুদাসপুর উপজেলা জাতীয় পার্টিও সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ মোল্লা, পৌর জাতীয় পার্টির সভাপতি মজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক নাদিম পারভেজ অপু, উপজেলা সাংগঠনিক সম্পাদক অধ্যাপক এসএম মাহাবুবুর রহমান রফিক, জেলা সেচ্ছাসেবক পার্টির আহবায়ক খন্দকার সায়েদুজ্জামান, যুব-সংহতির সভাপতি মো. আবদুুস সাত্তার মিঠু, আশরাফুল ইসলাম লিটন, মাওলানা মোশাররফ হোসেন, রাসেল আহমেদ, রাসেল প্রমুখ। প্রধান অতিথি আগামী নির্বাচনে প্রস্তুত থেকে মাঠে কাজ করার আহবান জানান।