মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
আবুল কালাম আজাদ:
নাটোরের গুরুদাসপুর পৌরসভা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে আজ থেকে ক্যাশলেস পেমেন্ট জগতে প্রবেশ করলো।
গুরুদাসপুর পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলীর সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ ঘোষিত ডিজিটাল বাংলাদেশ থেকে উত্তীর্ণ হয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বুধবার (১৫ নভেম্বর) সকাল ১০ টায় পৌর মিলনায়তনে ‘টার্গেট টু ওয়ার্ল্ডস নাটোর’ ও অনলাইনে নাগরিকদের সকল সেবা প্রদানে গুরুদাসপুর পৌরসভার নাগরিক ওয়েব পোর্টাল www.gurudaspurpaurasava.com এর উদ্বোধন করেন ইউএনও শ্রাবণী রায়।
স্বাগত বক্তব্যে পৌর মেয়র শাহনেওয়াজ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুদাসপুর পৌরসভা অনলাইনে ক্যাশলেস পেমেন্ট এর মাধ্যমে নাগরিক সেবাসমুহ, হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, বিভিন্ন প্রত্যয়ণ, পানির বিল, অভিযোগ, বিভিন্ন সনদ, ইমারত নির্মাণ আবেদন এবং জন্ম-মৃত্যু সেবাসহ ৯ টি সেবাসমুহ ঘরে বসে অনলাইনে পাওয়া যাবে। এতে অর্থনৈতিক অনিয়ম, নাগরিকদের হয়রানি এবং সময়ের অপচয় হ্রাস পাবে।
৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. সবুজ শেখ তার বক্তব্যে পৌর সভার স্টাফদের বেতন-ভাতার টাকা সহ সকল পেমেন্ট অনলাইনে দেয়ার দাবী করেন।