বুধবার, ২৯ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১৫ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ ।
গুরুদাসপুর প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুর উপজেলা ও পৌর যুবলীগের বিশেষ বর্ধিতসভা গতকাল রোববার বিকেলে উপজেলার চাঁচকৈড় বাজার বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে অনুষ্ঠিত হয়। ১৫ আগস্ট উদ্যাপন ও সাংগঠনিক গতিশীলতা আনতে এ বিশেষসভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ। বক্তব্য দেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র শাহনেওয়াজ আলী, নাটোর জেলা পরিষদ সদস্য সরকার মেহেদী হাসান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদ সরকার, পৌর যুবলীগ সভাপতি তাহের সোনার ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান, উপজেলা ছাত্রলীগ সভাপতি সম সেলিম প্রমুখ।