গৃহকর্ত্রীকে বেঁধে রেখে ৭ ভরি সোনা লুট, মুর্শিদাবাদে গ্রেফতার বাংলাদেশি ডাকাত দল

আপডেট: জুন ২, ২০২৪, ১২:৩০ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


মুর্শিদাবাদে গ্রেফতার বাংলাদেশি ডাকাত। রঘুনাথগঞ্জে ডাকাতির ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে বহরমপুর থানার পুলিশ। তার কাছ থেকে প্রচুর সোনার গয়না উদ্ধার হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম আজিজুল শেখ। রোববার (২ জুন) ভোররাতে বহরমপুরের গোয়ালজন থেকে সোনার গয়না-সহ তাকে গ্রেফতার করল বহরমপুর পুলিশ। মাত্র ২৪ ঘন্টার মধ্যেই ৫ জন বাংলাদেশি ও একজন ভারতীয় ডাকাতকে গ্রেপ্তার করল পুলিশ।

শুক্রবার (৩১ মে) রাত সাড়ে বারোটা নাগাদ ডাকাতি হয় রঘুনাথগঞ্জ থানার জরুর গ্রামে। ওই বাড়ির নারীর হাত-পা বেঁধে রেখে সাড়ে ৭ ভরি সোনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিকারীরা।

খবর পাওয়া মাত্রই জঙ্গিপুর পুলিশ তদন্ত শুরু করে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ৫ জন বাংলাদেশি ও একজন ভারতীয়কে গ্রেফতার করে। পুলিশ জানায়, দুদিন ধরে বহরমপুরের একটি বাড়ি ভাড়া নিয়ে থাকত মোট সাতজন। তার পরেই রঘুনাথগঞ্জের জরুর গ্রামে তারা ডাকাতি করে।

ওই দুষ্কৃতিকারীদের গ্রেফতারের পর গয়না ও অস্ত্র উদ্ধার হয়েছে। ওই ডাকাত দল আরো কোনো ঘটনার সঙ্গে যুক্ত আছে কিনা তদন্ত করছে বহরমপুর ও রঘুনাথগঞ্জ থানার পুলিশ।
তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন অনলাইন

 

 

এ বিভাগের অন্যান্য সংবাদ