শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি :শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) গোদাগাড়ী উপজেলার রক্ষাগোলা সমন্বয় কমিটির আয়োজনে, ৫০টি রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের অংশগ্রহণে এবং সিসিবিভিও-রাজশাহীর বাস্তবায়নে ও ব্রেড ফর দি ওয়ার্ল্ড-জার্মানীর সহায়তায় রিশিকুল ইউনিয়নে কাদমা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেলা ২০২৪-এর উদ্বোধন করা হয়েছে।
উল্লেখ্য ১৬ ও ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ দুইদিনব্যাপী রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেলা-২০২৪ অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন, সিসিবিভিও’র সভাপতি প্রফেসর মো. আব্দুস সালাম, সহ-সভাপতি আরিফা বেগম, সংস্থার সাধারণ সম্পাদক ও নির্বাহী প্রধান বীর মুক্তিযোদ্ধা মো. সারওয়ার-ই-কামাল স্বপন, রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সরল এক্কা এবং বিভিন্ন জনজাতির নেতৃবৃন্দ।