গোদাগাড়ীতে খাদ্য নিরাপত্তা ও মানুষের জীবিকার উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব শীর্ষক কর্মশালা

আপডেট: মার্চ ৭, ২০২৪, ১১:২৩ অপরাহ্ণ


গোদাগাড়ী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীতে খাদ্য নিরাপত্তা ও মানুষের জীবিকার উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১০টায় গোদাগাড়ী কৃষি প্রশিক্ষণ কেন্দ্র সালফোর্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য এর অর্থায়নে ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় কর্মশালায় সভাপতি ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ। কর্মশালায় বক্তব্য রাখেন,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক গোলাম কিবরিয়া,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোমেনুল ইসলাম। কর্মশালায় কৃষকরা বলেন,জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব পরায় অতিখরা ,বৃষ্টি ও শীতের কারণে ফসল উৎপাদন মারত্বকভাবে ব্যাহত হচ্ছে। ্এতে করে এ অঞ্চলে খাদ্য সংকট দেখা দিতে পারে। এ জন্য এখনই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করতে হবে। কর্মশালায় বিশ্ববিদ্যালয় শিক্ষক,সাংবাদিক,স্কুল শিক্ষক,কৃষক,এনজিও প্রতিনিধি,জনপ্রতিনিধি ও মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ