মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
গোদাগাড়ী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীতে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি ও জেন্ডার ন্যায্যতা বিষয়ক এক গুরুত্বপূর্ণ ফোকাস গ্রুপ ডিসকাশন (এফজিডি) অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জুন) বিকাল সাড়ে ৩টায় কাকন বহুমুখী উন্নয়ন সংস্থা কার্যালয়ে। আয়োজনটি করে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)। অনুষ্ঠানে এফজিডিতে উপস্থিত ছিলেন রিইব-এর পরিচালক ও প্রকল্প সমন্বয়ক সুরাইয়া বেগম এবং প্রোগ্রাম অফিসার সৈয়দ নাভিদ আনজুম হাসান। এছাড়াও অংশগ্রহণ করেন রাজশাহী রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (জঝউচ) এবং কাকন বহুমুখী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও প্রতিনিধিরা।
আলোচনায় অংশগ্রহণকারীরা তুলে ধরেন, বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য ও ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তনের অভিঘাত নারীদের ও জেন্ডার বৈচিত্র্যসম্পন্ন জনগোষ্ঠীর জন্য বৈষম্যের নতুন মাত্রা তৈরি করছে। ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ, জীবিকা হারানো এবং জোরপূর্বক বাস্তুচ্যুতি এসব জনগাষ্ঠীকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
স্থানীয় উন্নয়ন সংস্থাগুলো তাদের দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা তুলে ধরে জানান, তারা স্থানীয় পর্যায়ে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন, সচেতনতা বৃদ্ধি, এবং দুর্যোগ প্রস্তুতির ওপর গুরুত্ব দিয়ে কাজ করে আসছেন। জলবায়ু সহনশীলতা গঠনে তাদের উদ্যোগ ও ভূমিকা আলোচনায় বিশেষভাবে উঠে আসে।
বক্তারা জোর দিয়ে বলেন, জলবায়ু ন্যায্যতা (Climate Justice) এবং লিঙ্গ ন্যায্যতা বিষয়ক চ্যালেঞ্জগুলো একে অপরের সঙ্গে নিবিড়ভাবে সংযুক্ত। তাই উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়নে এই দুটি কাঠামোকে সমন্বিতভাবে বিবেচনা করে কার্যকর, অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।