গোদাগাড়ীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট: অক্টোবর ২৭, ২০২৪, ৭:৫৫ অপরাহ্ণ

গোদাগাড়ী প্রতিনিধি


গোদাগাড়ীতে বহুদলীয় গণতন্ত্রের প্রর্বতক আধুনিক বাংলাদেশের স্থপতি জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।



রোববার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জাতীয়তাবাদী যুবদল, গোদাগাড়ী উপজেলা, গোদাগাড়ী ও কাঁকনহাট পৌরসভার আয়োজনে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি আলোচনা সভা ও কেক কাটা হয়।

গোদাগাড়ী পৌর যুবদল আহবায়ক মাহবুবুর রহমান বিপ্লব এর সভাপতিত্বে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি ছিলেন চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক মাসুদ রানা।

বিশেষ অতিথি ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আনোয়ারুল ইসলাম চৌধুরী, কাঁকনহাট পৌর যুবদল আহবায়ক মশিউর রহমান,যুগ্ন আহবায়ক গোদাগাড়ী পৌর যুবদল এমদাদুল হক মুকুল,রাজশাহী জেলা যুবদল আহবায়ক কমিটির সদস্য মাহফুজুর রহমান ডালিম, জেলা আহবায়ক সদস্য রাকিব রাজিব, গোদাগাড়ী পৌর যুবদলের যুগ্ন আহবায়ক আজিজুর রহমান সেলিম.কাকঁনহাট পৌর যুবদলের আহবায়ক শেখ আরসালান, গোদাগাড়ী বনিক সমিতির সদ্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সভাপতি আসাদুজ্জামান মিলন, উপজেলা ছাত্রদলের আহবায়ক বেদার উদ্দীন বিদুৎ, গোদাগাড়ী পৌর ছাত্রদলের সদস্য সচিব রিদয় খান বকুল প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন গোদাগাড়ী উপজেলা যুবদল যুগ্ন আহবায়ক হাসানুজ্জামান (পাইলট)।

এ বিভাগের অন্যান্য সংবাদ