গোদাগাড়ীতে নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় নারী নিহত

আপডেট: মে ২৫, ২০২৪, ৯:১৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া বাসের চাপায় এক নারী নিহত হয়েছেন। শনিবার (২৫) ভোর ৫টার দিকে উপজেলার রাজাবাড়ীহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম আম্বিয়া খাতুন (৩৫)। তার স্বামীর নাম ইন্তাজ আলী।

পুলিশ জানায়. রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়ীহাটের পাশে আম্বিয়ার একটি মাচা ছিল। বৃষ্টি শুরু হলে তিনি ওই মাচার ওপর পলিথিন দিচ্ছিলেন। তখন চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে আম্বিয়াকে চাপা দেয়। দুর্ঘটনার পর পরই চালক এবং চালকের সহকারীকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এছাড়া যাত্রীরা বাস থেকে নেমে চলে যান।

স্থানীয়রা আম্বিয়াকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মতিন বলেন, দুর্ঘটনাকবলিত বাসটিকে জব্দ করা হয়েছে। গাড়ির চালকের নামে সড়ক আইনে মামলা করেছে তার পরিবার।