গোদাগাড়ীতে মানবাধিকার,ভূমি ও তথ্য অধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শেষ

আপডেট: জানুয়ারি ২১, ২০২৪, ৮:৩৭ অপরাহ্ণ


গোদাগাড়ী প্রতিনিধি:


রাজশাহীর গোদাগাড়ীতে ৬ দিন ব্যাপি মানবাধিকার,ভূমি ও তথ্য অধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। রোববার (২১ জানুয়ারি) দিনব্যাপি গোগ্রাম ইউনিয়নের গুণীগ্রাম দিঘরী রাজা পরিষদের সভাকক্ষে।রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)-এর আয়োজনে। কর্মশালার প্রথম তিনদিন পাকড়ী ইউনিয়নের মাহাতো ও রিশিকুল ইউনিয়নের মূলধারার জনগোষ্ঠীর ৩০ জন নারী পুরুষ নিয়ে অনুষ্ঠিত হয় কাকনহাট পৌরসভায়। শেষ ৩ দিন মাটিকাটা ইউনিয়নের ওরাওঁ ও দেওপাড়া ইউনিয়নের সাঁওতাল জনগোষ্ঠীর ৩০ জন নারী-পুরুষ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন কাঁকনহাট পৌরসভার প্যানেল মেয়র আল মামুন। পরামর্শমূলক বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক গণেশ মার্ডি, কাবিউস সংস্থার প্রধান আনোয়ার হোসেন প্রমুখ।গু সহায়কের দায়িত্ব পালন করেন রাজশাহী জজ কোর্টের এ্যাডভোকেট বিনয় কুমার মণ্ডল, রিইব-এর সহকারী পরিচালক রুহি নাজ ও রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব) মাঠ সমন্বয়কারী বাবুল চন্দ্র সূত্রধর।

প্রশিক্ষণ সমাপনী বক্তব্য রাখেন গোদাগাড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি আলমগীর কবীর তোতা, দিঘরী রাজা পরিষদের রাজা নীরেন চন্দ্র খালকো, প্রধান উপদেষ্টা চিত্তরঞ্জন সরদার, উপদেষ্টা সুধীর চন্দ্র ওরাও, গুণীগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফুল ইসলাম প্রমুখ। সহযোগিতায় ছিলেন এনিমেটর লিপি টুডু, নৃপেন্দ্রনাথ মাঝি ও সুধা টপ্প্য।বক্তারা বলেন, প্রকৃতপক্ষে জনগণই দেশের মালিক। এই জনগণের মধ্যে আদিবাসী, বাঙ্গালী, ছোট, বড় এরকম কিছু নেই।

অধিকারের দিক থেকে সকলেই সমান। তথ্য অধিকার আইন জনগণের মালিকানার বিষয়টি সুনিশ্চিত করে দিয়েছে। সকলেই যার যার প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে তা কাজে লাগাবেন, যাতে সমাজের উপকার হয়। আর, সকলকে সুশিক্ষা গ্রহণ করতে হবে, তবেই সমাজ হতে সকল ধরনের সমস্যা এক একটি করে দুর হয়ে যাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ