গোদাগাড়ীতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরোর চারা রোপন উদ্বোধন করলেন জেলা প্রশাসক

আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৪, ৮:০৪ অপরাহ্ণ


গোদাগাড়ী প্রতিনিধি:গোদাগাড়ীতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরোর চারা রোপন উদ্বোধন হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলার আমতলা গ্রামে ২০২৩-২৪ অর্থ বছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় ব্লক প্রদর্শনীতে বোরো (হাইব্রিড) ধানের সমলাই চাষাবাদে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অথিদপ্তর। উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ।

রাইস ট্রান্সপ্লান্টারের বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা পুলিশ সুপার সাইফুর রহমান(পিপিএম), জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালক মোজদার হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা উম্মে সালমা, গোদাাগড়ী কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ, সহকারী কমিশনার ভুমি জাহিদ হাসান, সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল) সোহেল রানা, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন, গোদাগাড়ী ইউপি চেয়ারম্যান মাসিদুল গনি মাসুদ প্রমূখ। উপজেলায় ১৫০বিঘা জমিতে সমলাই চাষবাদে বীজতলা তৈরি চারা রোপন ও ধান কাটা মাড়াই যানন্ত্রিক পদ্ধতির মাধ্যমে স্মার্ট কৃষি ব্যবস্থা চালু হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ