গোদাগাড়ীতে ২০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার তিন

আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ৯:০৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:গোদাগাড়ীর চর-আষাড়িয়াদহ পানিপার গ্রাম থেকে ২০০ গ্রাম হেরোইনসহ তিনজনকে গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ। রোববার (১৮ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, গোদাগাড়ী উপজেলার চর-আষাড়িয়াদহ পানিপার গ্রামের আরশেদ আলীর ছেলে ইয়ামিন (৩৫), হরিশংকরপুর গ্রামের মো. আসাদুল ইসলামের ছেলে আরাফাত হোসেন রিয়াদ (২১), পিরোজপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. ফিরোজ (২২)।

জেলা পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়- গোপন সংবাদের ভিত্তিতে চর-আষাড়িয়াদহ পানিপার গ্রামস্থ ইয়ামিসের বসতবাড়িতে অভিযান চালিয়ে ২০০ গ্রাম হেরোইনসহ তাদেরকে গ্রেফতার করা হয়। হেরোইন উদ্ধারের এ ঘটনায় গোদাগাড়ী থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা হয়েছে।