রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
গোদাগাড়ীতে জেলা ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ শ্রী রঞ্জিত কুমার (৩০) কে গ্রেপ্তার করেছে। শনিবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে গোদাগাড়ী চাপাল এলাকায় বায়তুস সালাম জামে মসজিদের সামনে রাজশাহী টু চাঁপাইনবাবগঞ্জগামী পাঁকা রাস্তার উপরে অভিযান পরিচালনা করে। এসময় শ্রী রঞ্জিত কুমার (৩০) কে ৩ কেজি গাঁজাসহ হাতে নাতে গ্রেপ্তার করে। রঞ্জিত কুমার উপজেলার মোল্লাপাড়া গ্রামের শ্রী কুরান চয় এর ছেলে।
এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানার মামলা হয়।