মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
গোদাগাড়ী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীতে ৬দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হচ্ছে। সোমবার (৮ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষি প্রযুক্তি মেলায় উদ্বোধন করেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন.উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাহিদ হাসান, কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ,উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল সরকার,সুফিয়া খাতুন মিলি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোমিনুল হক, পৌর আওয়ামীলীগের নাসিমুল ইসলাম নাসিম প্রমূখ। পরে কৃষকদের মাঝে বিনামূল্য সার বিতরণ করা হয়। উদ্বোধন উপলক্ষ কৃষক সমাবেশে ওমর ফারুক চৌধুরী এমপি বলেন,কৃষি কাজের মাধ্যম দিয়ে বরেন্দ্র অঞ্চলের মানুষ অর্থনৈতিকভাবে সাবলম্বী হচ্ছে। প্রযুক্তি ব্যবহার করে কৃষি কাজে শিক্ষিত বেকার যুবকদের এগিয়ে আসতে হবে।