সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার অন্যতম শীর্ষ মাদক কারবারি মো. নাসিরকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে ২০৫ গ্রাম হেরোইন ও ৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) স্থানীয় ক্যাম্পের সদস্যরা এ অভিযান চালান।
এ ব্যাপারে রাতে গোদাগাড়ী থানায় একটি মামলা করা হয়েছে। বিজিবির নায়েক সুবেদার জহির উদ্দিন সরকার বাদী হয়ে এ মামলা করেছেন। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
এজাহারের বরাত দিয়ে ওসি জানান, মহিষালবাড়ি শাহ সুলতান কামিল মাদ্রাসা মাঠে হেরোইন ও ফেনসিডিল নিয়ে অপেক্ষা করছিলেন নাসির। বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে। এ নিয়ে রাতে গোদাগাড়ী থানায় মামলা করা হয়। আসামিকেও থানায় হস্তান্তর করা হয়।
শনিবার সকালে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
জানা গেছে, মাদক কারবারি নাসিরের বাড়ি মহিশালবাড়ি শাহ সুলতান কামিল মাদ্রাসার পাশে। তার বাবার নাম শহিদুল ইসলাম, মা নূর নাহার। তারাও মাদক কারবারি। তাদের বিরুদ্ধেও রয়েছে একাধিক মাদক মামলা। দিন রাত ২৪ ঘণ্টায় প্রকাশ্যে চলে তাদের পারিবারিক মাদক কারবার।
এক সময় সাটারিং মিস্ত্রির কাজ করতেন নাসির। পাশাপাশি পুলিশের সোর্স হিসেবে কাজ করেন। ফলে অনায়াসে মাদক কারবার চালিয়ে আসছিলেন তিনি। নাসিরের সিন্ডিকেটে আছেন মহিশালবাড়ি এলাকার মুত্তাসিন ও গোদাগাড়ী পৌরসভার ৩ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনিরুল ইসলাম মনির।
এরা মহিশালবাড়ি এলাকায় সমস্ত মাদক কারবারির কাছ থেকে পুলিশের নামে টাকা তোলেন বলেও অভিযোগ আছে। ফলে কেউ তাদের বিরুদ্ধে কথা বললেই মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখাতেন তারা।