গোদাগাড়ী থেকে ৫০০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার

আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৪, ১২:৪৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :বুধবার (৩১ জানুয়ারি) বিকাল ৪:৩০ টায় জেলার গোদাগাড়ীর রাজবাড়ীহাট এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-৫, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল ৫০০ গ্রাম হেরোইনসহ একজনকে গ্রেফতার করেছে।

ধৃত ব্যক্তি নগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ আদর্শগ্রামের মো. মাহাতাবের পুত্র রুবেল ওরফে সুমন (২৯)। একই সাখে আসামীর কাছ থেকে মোবাইল ফোন ১টি ও দুটি সিম কার্ড জব্দ করা হয়।

র‌্যাব-৫ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোদাগাড়ীর রাজাবাড়ী হাটে যুব প্রশিক্ষণ কেন্দ্র সংলগ্ন সড়কে একটি ব্যাটারি চালিত ইজিবাইক থেকে আসামীকে হেরোইনসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের অন্যান্য সংবাদ