রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
গোদাগাড়ী প্রতিনিধি:রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার ৪ নং ওয়ার্ডে কাউন্সিলর ও উপজেলা মোহনপুর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে ইউপি সদস্য (মেম্বার) পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে ৯ মার্চ (শনিবার)। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী এই দুটি ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৩ ফেব্রুয়ারী। প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারী এবং প্রতিক বরাদ্দ দেয়া হবে ২৩ ফেব্রুয়ারী।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জেবুন্নেশা শাম্মী বলেন, এই দুইটি ওয়ার্ডে কাউন্সলর ও মেম্বারের মৃত্যু হল শূন্য ঘোষণা করা হয়। আর শূন্য পদেই উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। পৌরসভার ৪ নং ওয়ার্ডে কাউন্সিলর ছিলেন আব্দুল হাকিম এবং মোহনপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে মেম্বার ছিলেন হাসান ইমাম বাবু। এই দুই জনপ্রতিনিধির অকাল মৃত্যু হয়।