সোমবার, ১৬ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক :
র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল বৃহস্পতিবার (২৩ মে) সাড়ে ৭ টায় গোদাগাড়ী থানার মাদারপুরে অভিযান চালিয়ে আরজান বেগম (৬৪)কে ১০১৫ লিটার চোলাই মদসহ গ্রেফতার করেছে। ধৃত নারী মাদারপুরের মৃত জহির উদ্দিনের মেয়ে। এস সময় মাটির পাত্র ১৬ টি, সিলভারের পাত্র ৩ টি, প্লাস্টিকের ড্রাম ৩ টি, প্লাস্টিকের বালতি ৫ টি জব্দ করা হয়। খঝবর বিজ্ঞপ্তির।
বিজ্ঞপ্তিতে জানান হয়, আরজান বেগম একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। ইতিপূর্বে হিরোইনের ও চোলাই মদের একটি বড় চালানসহ র্যাবের হাতে ধৃত হয়। সে দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে নিজ বাড়িতে চোলাই মদ উৎপাদন করে গ্রামের যুবকদের নিকট ৫০ ও ১০০ টাকায় ছোট ছোট বোতলে বিক্রয় করে আসছিল।
র্যাব-৫, সিপিএসসি, রাজশাহী ক্যাম্প এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে বিপুল পরিমাণ চোলাই মদ মজুদ অবস্থায় আটক করতে সক্ষম হয়।
এ ঘটনায় গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।