বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৬ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
গোদাগাড়ী উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহ্ফুজুল আলম। তার এই শ্রেষ্ঠত্বের অর্জনে বিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীরাও খুশি।
বিগত ১০ বছর ধরে এই বিদ্যালয়ে কাজ করছেন তিনি। তিনি ১৯৮৮ সালে পালপুর উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক ছিলেন। এরপর ১৯৯৫ সালের সেপ্টেম্বর মাসে রাজাবাড়ি হাট উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করে ওই বিদ্যালয়ে ২০০৯ সালের জুলাই মাসে সহকারী প্রধান শিক্ষক নিযুক্ত হন ৷ এরপর ২০১৩ সালের জুলাই মাসে তিনি পিরিজপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। নিষ্ঠার সাথে তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন বলে জানান।
সহশিক্ষা কার্যক্রমেও তিনি আন্তরিক। তিনি উপজেলা স্কাউট কমিশনারের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে সহ-সভাপতির দয়িত্ব পালন করছেন। তার তত্ত্বাবধানে বিদ্যালয়ে হামিদুল্লাহ মাস্টার স্টাইফেন স্বচ্ছতার সাথে পরিচালিত হয়ে আসছে বলে জানা যায়। মেধাবী ও দুস্থ শিক্ষার্থীদের পাশে সবসময় সদয় তিনি।
তিনি রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষক ও প্রধান পরীক্ষকের দায়িত্বও পালন করেছেন। শিক্ষার মানন্নোয়নে তিনি নিয়মিত অভিভাবক সমাবেশ ও মা সমাবেশ পরিচালনা করেন ৷ তার দক্ষতায় বিদ্যালয়টির আমুল পরিবর্তন হয়েছে।