সোমবার, ২৭ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
গোদাগাড়ী প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ীতে অজ্ঞাত এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সাহাব্দিপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠানো হয়।
এর আগে ভোরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) হিপজুর আলম মুন্সি বলেন, অজ্ঞাত ওই যুবক মানসিক প্রতিবন্ধী। উপজেলার বিভিন্ন এলাকায় তাকে ঘুরে বেড়াতে দেখা যেত। ধারণা করা হচ্ছে, মহাসড়কে কোনো গাড়ির ধাক্কায় রাতে তিনি মারা গেছেন। ময়নাতদন্তের জন্য লাশটি রামেকের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় জানারও চেষ্টা চলছে। আর এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।