গোদাগাড়ীতে অধিকার বঞ্চিত জনগোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে তিনদিন ব্যাপী কর্মশালা

আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৩, ১০:১৪ অপরাহ্ণ


গোদাগাড়ী প্রতিনিধি:


রাজশাহীর গোদাগাড়ীতে গণগবেষণার মাধ্যমে আদিবাসী ও অন্যান্য অধিকার বঞ্চিত জনগোষ্ঠীর মানুষের জীবনমানের উন্নয়নের লক্ষ্যে তিনদিন ব্যাপী কর্মশালা উেেদ্বাধন। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টায় বিআরডিবি হলরুমে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব) আয়োজনে। তিনদিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালাটি উদ্বোধন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রেসক্লাব সভাপতি আলমগীর কবির তোতা, আদিবাসী নেতা সুধীর চন্দ্র ওরাও প্রমূখ।

কর্মশালা সঞ্চালনা করেন রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব) প্রকল্পের মাঠ সমন্বয়কারী বাবুল চন্দ্র সূত্রধর । গোদাগাড়ী উপজেলার মাটিকাটা,দেওপাড়া গোগ্রাম,মাটিকাটা ও দেওপাড়া ইউনিয়নে সাঁওতাল নারী-পুরুষরা ও রিশিকুল ও পাকড়ী ইউনিয়নের গণগবেষকদেরকে নিয়ে কাকনহাট পৌর মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালা অংশ গ্রহন করেন। কর্মশালাটি সহযোগিতা করেন গবেষণা সহকারী লিপি টুডু, নৃপেন মাঝি ও সুধা টপ্প্য।