শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
গোদাগাড়ী প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ীতে অসামাজিক কাজে লিপ্ত থাকার অপরাধে দুইজনকে কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে উপজেলার উজানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুর ১টার দিকে উপজেলার উজানপাড়া গ্রামে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় হিমেল (২০) ও শুকতারা (২১) নামে দুইজনকে হাতেনাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয় লোকজন। পরে বিকেল ৫টার দিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে হিমেল ও শুকতারা তাদের অপরাধ স্বীকার করে। এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও জাহিদ নেওয়াজ দন্ডবিধি ২৯৪ ধারায় হিমেলকে ১ মাসের ও শুকতারাকে ১৫ দিনের কারাদ- প্রদান করেন। পুলিশ গতকালই দ-প্রাপ্ত রাজশাহী মহানগরের মতিহার থানার মিড়কামারী দালালপাড়ার গ্রামের আলমগীর হোসেনের ছেলে হিমেল ও গোদাগাড়ী উপজেলার উজানপাড়া গ্রামের মৃত আতাবুর মিস্ত্রির মেয়ে শুকতারাকে জেলহাজতে পাঠিয়েছে।