গোদাগাড়ীতে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় জামাই-শ্বশুড়ি আটক

আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০১৭, ১২:০৫ পূর্বাহ্ণ

গোদাগাড়ী প্রতিনিধি


রাজশাহীর গোদাগাড়ীতে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় জামাই-শ্বশুড়ি আটক হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে উপজেলার বিয়ানা বোনা গ্রামের আকরাম আলীর বাড়িতে ঘরের ভিতরে অসামাজিক কাজে লিপ্ত হলে স্থানীয় জনতা জামাই-শ্বশুড়িকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে। শনিবার এ ব্যাপারে গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা দায়ের হয়।
আটককৃত জামাই নুরুল ইসলাম লিটন (৩৬) বাগমারা উপজেলার গাঙ্গোপাড়া পিদ্দপাড়া গ্রামের মৃত কফিল উদ্দীনের ছেলে। সে ৪ মাস আগে আকরাম আলীর ১৫ বছরের মেয়েকে বিয়ে করে। আটককৃত নুরুল ইসলাম লিটন বলেন, তার স্ত্রী শারীরিকভাবে মেলামেশাতে অক্ষম হওয়ায় শ্বশুড়ির সঙ্গে অসামাজিক কাজ করতে বাধ্য হয়।
এ গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিপজুর আলম মুন্সী জানান, স্থানীয় জনতা জামাই শ্বশুড়িকে আটককের পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ জামাই-শ্বশুড়িকে থানায় আনে। আকরাম আলী বাদী হয়ে স্ত্রী ও জামাইয়ের বিরুদ্ধে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগ দায়ের করেছে।
ওসি আরো জানান, বাল্যবিবাহের কারণেই এ ঘটনাটি ঘটেছে। এজন বাল্যবিবাহ দেয়া থেকে বিরত থাকতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ