বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ১২ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ ।
গোদাগাড়ী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীতে আদিবাসী কিশোরী ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায, বৃহস্পতিবার(১৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার দোগাছি গ্রামে আদিবাসী কিশোরীকে একা পেয়ে ধর্ষণ করে দায়িত মুর্মু। শুক্রবার সকালে গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা দায়ের হয়। পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক মুর্মুকে আটক করে। গ্রেফতারকৃত দায়িত মুর্মু উপজেলা দোগাছি গ্রামের হেনা মুর্মুর ছেলে। গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) কামরুল ইসলাম বলেন,ধর্ষিত আদিবাসী কিশোরীকে পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।