গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

আপডেট: ডিসেম্বর ৯, ২০২৩, ৮:২৯ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি:


গোদাগাড়ী উপজেলায় অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। শনিবার (০৯ ডিসেম্বর) উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা আতিকুল ইসলাম। অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুল, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, ওসি (তদন্ত) শম্ভু চাঁদ মন্ডল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবিয়ার রহমান, অধ্যাপক এবিএম কামরুজামান, আনিসুর রহমান, জুলফিকার হায়দার, তবিবুর রহমান, উদুপ্রক’র সহ-সভাপতি আশরাফুজ্জামান মাসুম, সদস্য সাইফুল ইসলাম, গোলাম জাকারীয়া, মাহফুজা আখতার, হাসিনা ফেরদৌস প্রমুখ।
স্বাগত বক্তব্যে উদুপ্রক’র সাধারণ সম্পাদক দুর্নীতি প্রতিরোধে ঐক্যবদ্ধ প্রতিজ্ঞা আর সামাজিক সচেতনতার কথা বলেন।

প্রধান অতিথি বলেন, নিজে দুর্নীতি মুক্ত হই ও অন্যকেও উদ্ধুদ্ধ করি। এতে পরিবার ও জাতির কল্যাণ। আমাদের ইচ্ছায় পারে দুর্নীতি মুক্ত করতে। এ বছর প্রতিপাদ্য নির্ধারিত হয় ‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’। জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলন করা মধ্য দিয়ে আয়োজনের শুভ সূচনা হয়। পরে দুর্নীতি বিরোধী প্লাকাড ফেস্টুন ও ব্যানার নিয়ে সামাজিক চেতনতা বৃদ্ধিতে উপজেলার ডাইংপাড়া মোড়ের ফিরোজ চত্বরে সর্বসাধারণের অংশগ্রহণে মানববন্ধন করা হয়। এতে উপজেলার অন্যান্য সামাজিক উন্নয়ন সংগঠনও অংশগ্রহণ করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজী ফেরদৌস শাহরিয়াজ।

এ বিভাগের অন্যান্য সংবাদ