রবিবার, ২৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
পদ্মা পাড়ে ধ্বংস করা কারেন্ট জাল-সোনার দেশ
রাজশাহীর গোদাগাড়ীতে পাঁচ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে গোদাগাড়ী থানার বিপরীতে পদ্মা নদীতে এ অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা নাইমুল হক জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে গতকাল অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে পদ্মা নদীতে অভিযানে নামে ভ্রাম্যমাণ আদালত। একপর্যায়ে পদ্মার তীরে জেলেদের কারেন্ট জালে মাছ ধরতে দেখা যায়।
এ সময় ভ্রাম্যমাণ আদালত দেখে ওই জেলেরা পালিয়ে যান। তবে সেখান থেকে জব্দ করা হয় পাঁচ হাজার মিটার কারেন্ট জাল। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানোয়ার হোসেন জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংসের নির্দেশ দেন।
তার নির্দেশনা মোতাবেক জালগুলো পদ্মার তীরেই আগুনে পোড়ানো হয়। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শামসুল করিমসহ মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারি এবং পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মৎস্য অধিদপ্তরের এই কর্মকর্তা।