সোমবার, ২৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর গোদাগাড়ীতে গাঁজাসহ এক বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ। আটক বিএনপি নেতার নাম এসএম বাবু (৪৫)। তিনি গোদাগাড়ী পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক। বাবু গোদাগাড়ী পৌরসভার জোতগোসাইদাস মহল্লার মৃত মতিউর রহমানের ছেলে। গোদাগাড়ী মডেল থানার ওসি হিপজুর আলম মুন্সি রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, মেডিকেল মোড়ে গোদাগাড়ী থানা পুলিশের নিয়মিত চেকপোস্টে যানবাহনে তল্লাশি চালানো হয়। এসময় বিএনপি নেতা বাবু মোটরসাইকেলযোগে উপজেলা সদরে যাচ্ছিলেন। আচরণে সন্দেহ হলে শরীর তল্লাশি করা হয়।
এসময় তার কাছ থেকে দুই পুরিয়া গাঁজা পাওয়া যায়। পরে তাকে আটক করে থানায় নেয়া হয়। আজ রোববার সকালে বিএনপি নেতা বাবুকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হবে।