গোদাগাড়ীতে জনপরিকল্পনা বিষয়ক কর্মশালা

আপডেট: ডিসেম্বর ৭, ২০১৬, ১২:০৪ পূর্বাহ্ণ

গোদাগাড়ী প্রতিনিধি



রাজশাহীর গোদাগাড়ীতে জনপরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকাল ১০ টায় উপজেলার দেওপাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে দিনব্যাপী কর্মশালার আয়োজন করে বেসরকারি উন্নয়ন গবেষণা সংস্থা বারসিক। দেওপাড়া ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান আক্তারের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাব সভাপতি আলমগীর কবির তোতা, ইউপি সচিব সাইফুল ইসলাম, বারসিক আঞ্চলিক সম্বনায়ক জাহিদ আলী, ফিল্ড ফ্যাসিলেটর এনামুল হক, সাংবাদিক সাইফুল ইসলাম, ইউপি সদস্য প্রদীপ এক্কা প্রমুখ। কর্মশালায় স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, কৃষি, স্যানিটেশনের উন্নয়ন ও জলবদ্ধতা দূরকরণের পরিকল্পনা গ্রহণ করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ