সোমবার, ২ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
গোদাগাড়ী প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ীতে স্থানীয় পর্যায়ে নীতি বাস্তবায়নকারীদের সঙ্গে নির্বাচিত নারী, জন প্রতিনিধি ও নারী নেত্রীদের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও সুপারিশ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় গোদাগাড়ী বিআরডিবি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়ের আয়োজন করে পিপটাস্টের নারী রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প-২। গোদাগাড়ী নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান রওশন আরা বেগম ডলির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসহাক আলী বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ নেওয়াজ, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিকুর রহমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি আলমগীর কবির তোতা, গোদাগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন পিপটাস্টের আঞ্চলিক ব্যবস্থাপক সাইফুজ্জামান শিপন প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন পিপটাস্টের প্রোগ্রাম অফিসার ফরিদ আহম্মেদ। সভায় গোদাগাড়ী ও কাকানহাট পৌরসভার নারী কাউন্সিলরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত নারী প্রতিনিধি ও সম্ভাব্য নারী নেত্রীরা অংশগ্রহণ করেন।