সোমবার, ২০ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৬ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর গোদাগাড়ীতে পিকআপ ভ্যানের ধাক্কায় সাদিকা খাতুন (৮) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার গোপালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু সাদিকা পার্শ্ববর্তী মঠবাড়ি গ্রামের সোরাব আলীর মেয়ে। সোনাদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়াশোনা করতো সে। সকালে স্কুল যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। গোদাগাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল লতিফ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিশু সাদিয়া মহাসড়কের পাশ ধরেই হাঁটছিল। কিন্তু চাঁপাইনবাবগঞ্জমুখি একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কায় দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।