গোদাগাড়ীতে পিডিবির শতাধিক অবৈধ বিদ্যুৎ সংযোগ ।। দালালদের দৌরাত্ম্য

আপডেট: ডিসেম্বর ২, ২০১৬, ১২:১৬ পূর্বাহ্ণ

গোদাগাড়ী প্রতিনিধি



রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে শতাধিক বিদ্যুৎ সংযোগ দিয়েছে পিডিবি। টাকার বিনিময়ে অনুমোদন হওয়ার আগেই ভুয়া মিটার দিয়ে গ্রাহককে সংযোগ দিয়ে দেয় গোদাগাড়ী বিদ্যুৎ বিক্রয় ও সরবরাহ কেন্দ্রের কিছু কর্মচারী।
অনুসন্ধানে জানা গেছে, উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের ঘনশ্যামপুর, পাহাড়পুর নামাজগ্রাম, বামনডাঙ্গা এলাকায় অনুমোদন না মিললেও ২৮টি সংযোগ ভুয়া মিটারে দেয়া হয়েছে। এর মধ্যে অনুমোদন হওয়ার আগেই বিদ্যুৎ সংযোগ পেয়েছে এমন ৫ জন গ্রাহক জানান, স্থানীয় এক দালালের মাধ্যমে গোদাগাড়ী বিদ্যুৎ বিক্রয় ও সরবরাহ কেন্দ্রের কর্মচারীকে ৯ হাজার টাকা করে প্রদান করেছেন। এরপর তাদের বাড়িতে সংযোগ দেয়া হয়। কিন্তু গত ২০ নভেম্বর সকালে পিডিবি’র কর্মকর্তারা এসে বিদ্যুতের সংযোগটি বিচ্ছিন্ন করে দেয়। আবারও দালাল ও বিদ্যুৎ বিভাগের কর্মচারীরা এসে ওইদিন বিকাল বেলায় বিদ্যুতের সংযোগটি পুনরায় দিয়ে যায়। পাহাড়পুর নামাজগ্রামের মৃত আনসুরের ছেলে নজরুল ইসলাম, মোকসেদ আলীর ছেলে সাইদ, বামনডাঙ্গা গ্রামের মৃত সাবেদ আলীর ছেলে আনারুল, এন্তাজ আলীর ছেলে হাবিবুর, আবদুল মতিনের স্ত্রী নূরজাহান গোদাগাড়ী বিদ্যুৎ বিক্রয় ও সরবরাহ কেন্দ্রে নতুন বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করলেও তাদের সংযোগটি এখনো অনুমোদিত হয় নি। অথচ পিডিবি’র কর্মচারীরা এই ৫ জনের বাড়িতে ভুয়া মিটার লাগিয়ে অবৈধ সংযোগ দিয়েছে।
গোদাগাড়ী বিদ্যুৎ কেন্দ্রের একটি সূত্র জানায়, গোদাগাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় আবেদন করা মাত্রই অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। পরে অনুমোদন হয়ে আসলে অনুমোদিত মিটার লাগিয়ে সংযোগ দেয়া হয়। গোদাগাড়ী বিদ্যুৎ ও বিক্রয় সরবরাহ কেন্দ্রের কর্মচারীদের একটি চক্র ও দালালেরা এই অবৈধ বিদ্যুৎ সংযোগের কাজটি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে গ্রাহকের কাছ থেকে। অবৈধভাবে বিদ্যুতের সংযোগ নিয়ে কয়েকটি গ্যারেজে অটোরিক্সা ও ইজিবাইক চার্জ দেয়া হচ্ছে। পিডিবি’র এই চক্রটিকে সহযোগিতা করছে স্থানীয় দুইজন দালাল। একজন দালালের বাড়ি পৌর এলাকায়, আরেকজনের বাড়ি উপজেলার কামারপাড়া গ্রামে।
এ বিষয়ে গোদাগাড়ী বিদ্যুৎ বিক্রয় ও সরবরাহ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আবদুর রশিদ বলেন, অনুমোদন হওয়ার আগে সংযোগ দেয়া সম্পূর্ণভাবে অবৈধ। বিষয়টি আমার জানা নেই। ফাইলপত্র দেখে এসব অবৈধ বিদ্যুৎ সংযোগ প্রদানকারী ও গ্রাহকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করার পর পিডিবি থেকে যাচাই-বাছাই করা হয়। নিয়ম অনুযায়ী বিদ্যুতের খুঁটি থেকে ৩০ মিটারের মধ্যে সংযোগ দেয়া যাবে। ৭৫০ টাকা জমা দিয়ে অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। এরপর অনুমোদন দেয়া হলে অনুমোদিত মিটারসহ ওই গ্রাহককে সংযোগ দেয়ার নিয়ম রয়েছে। এসব নিয়ম বহির্ভূত সংযোগ অবৈধভাবে বিবেচিত হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ