রবিবার, ৪ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
গোদাগাড়ীর পিরিজপুরে ১২০ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন, পিরিজপুরের বাগানপাড়ার মোজাম্মেলের ছেলে জামিলুর রহমান ছমির (২৯) ও হরিশংকরপুরের মৃত নশের আলীর ছেলে আলমগীর হোসেন (৪৩)।
শুক্রবার (১০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোদাগাড়ীর পিরিজপুর বাগানপাড়ার ছমিরের বাড়ীতে থেকে ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় তাদের গ্রেফতার করে র্যাব। আসামীর বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদক আইনে মামলা হয়েছে।