গোদাগাড়ীতে বালুবাহী ট্রাকের চাপায় কৃষক নিহত

আপডেট: ডিসেম্বর ২, ২০২৩, ৮:৪৮ অপরাহ্ণ

গোদাগাড়ী প্রতিনিধি:


গোদাগাড়ীতে বালু ভর্তি ট্রাক চাপায় এক কৃষক নিহত হয়েছেন। শনিবার (২ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে রাজশাহী- চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের মহিশালবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন, গোদাগাড়ী ইউনিয়নের তাজেন্দ্রপুর মোল্লাপাড়া গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে জসীমউদ্দীন (৬৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, জমির ধান বিক্রির উদ্দেশ্যে গোদাগাড়ী সদরে আসছিল একটি ধান বহনকারী ট্রলি। পথে মহিশালবাড়ী নামক স্থানে গোদাগাড়ী ফুলতলা ঘাট থেকে ছেড়ে আসা বালু ভর্তি ট্রাক (মেট্রো ট ১১-০৫৭৪ ট্রাক) ধান বহনকারী ট্রলিকে পেছন থেকে ধাক্কা দেয় এ সময় ট্রলি থেকে নিচে পড়ে ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে ওই কৃষক ঘটনাস্থলেই মারা যান।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন বলেন, ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়। ঘাতক ট্রাকটি ও ড্রাইভার বাবর কে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ