গোদাগাড়ীতে বাস ভাঙচুর করতে গিয়ে জনতার হাতে আটক বিএনপি ও জামায়াতের দুই কর্মী

আপডেট: জানুয়ারি ৫, ২০২৪, ৯:১৮ অপরাহ্ণ


গোদাগাড়ী প্রতিনিধি:


রাজশাহীর গোদাগাড়ীতে হরতালের সমর্থনে মিছিল থেকে যাত্রীবাহী বাস ভাংচুরের সময় জামায়াত বিএনপির দুই কর্মীকে হাতেনাতে ধরেছে জনতা। শুক্রবার (৫ জানুয়ারি) বিকাল ৪টার দিকে উপজেলা মাটিকাটা বাইপাসে হরতালের সমর্থনে ১০/১২ জন মিছিল করছিল।

এসময় চাঁপাইনবাবঞ্জগামী চলন্তবাস ভাঙচুর করতে গেলে স্থানীয় জনগণ দু’জনকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করে। বাকিরা পালিয়ে যায়। আটককৃতরা হচ্ছে গোদাগাড়ী পৌর এলাকার ভগমন্তপুর গ্রামের মুনজুর রহমানের ছেলে রাসেল (২৬), মহিশালবাড়ী গ্রামের ইসরাফিল হকের ছেলে সামজিদ হাসান (২৫)।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন বলেন, আটককৃতরা বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে সন্ত্রাস ও নাশকতার অভিযোগে মামলা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ