মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
গোদাগাড়ী প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ীতে বিভিন্ন অপরাধ কর্মকা-ে জড়িত থাকার দায়ে ছয়জনের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার পৃথক অভিযানে তাদেরকে আটক করে এ সাজা দেয়া হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, এদিন বেলা ১১টার দিকে উপজেলার নিমতলা চকপাড়া গ্রামে পাঁকা রাস্তা দখল করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় কামাল উদ্দীন (৬৫) ও সমির উদ্দীন (৩৫) নামে দুইজনকে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদ- প্রদান করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মনির হোসেন। অর্থদ-প্রাপ্ত নিমতলা গ্রামের মৃত সোভানের ছেলে কামাল উদ্দীন ও মৃত আবদুস সামাদের ছেলে সমির পাকা রাস্তা দখল করে খোড়াখুড়ি, বাঁশের বেড়া ও টিনের ঘর নির্মাণ করে। এতে করে গ্রামের মানুষের চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ নেওয়াজ ও সহকারী কমিশনার (ভূমি) মনির হোসেন পাঁকা রাস্তা থেকে বেড়া ও ঘর অপসারণ মানুষের চলাচলে জন্য উন্মুক্ত করে দেয় এবং কামাল ও সমিরকে আটক করে। এদিকে গোদাগাড়ী মডেল থানা পুলিশ বুধবার সকালে গোদাগাড়ী পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক সেবন করার সময় চারজনকে আটক করে। পরে বেলা সাড়ে ১০টার দিকে আটককৃতদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ নেওয়াজ আটককৃতদেরকে ৩ জনকে কারাদ- ও একজনকে অর্থদ- প্রদান করে। পৌর এলাকার সুলতানগঞ্জ গাঙ্গোবাড়ী গ্রামের মৃত এসরাইলের ছেলে মাজহারুলকে (৪০) চারমাস ও বারুইপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে রফিককে (৩২) ৬ মাস, সাগুয়ান গ্রামের মোফাজ্জলের ছেলে আলমগীর (৩৬) ও কুঠিপাড়া গ্রামের মৃত শীষ মোহাম্মদের ছেলে শামশুল হক ওরফে হকিকে (৪২) ৩ হাজার টাকা আর্থিক জরিমানা করে।