মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
গোদাগাড়ী প্রতিনিধি
গোদাগাড়ীতে ব্যাংক এশিয়া লিমিটেডের উদ্যোগে ও চর আলাতুলী ইউনিয়ন পরিষদের সহযোগীতায় চরাঞ্চলের ২০০ জন দরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টায় চর আলাতুলী ইউনিয়ন পরিষদ অস্থায়ী কার্যালয়ে পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান কামালের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্যাংক এশিয়া লিমিটেডের রাজশাহী শাখার সহকারী ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ্ আল মাহমুদ, ব্যাংক এশিয়া লিমিটেডের রাজশাহীর সিনিয়র অফিসার মেহেদী মাসুম সরকার। এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যবৃন্দ।