বুধবার, ২৯ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:
বাংলাদেশ মহিলা পরিষদ, রাজশাহী জেলা শাখার উদ্যোগে রোববার (২২জানুয়ারি) বিকাল ৪টায় গোদাগাড়ী থানার বসন্তপুর গ্রাম কমিটিতে আদিবাসী শ্রমিক নারীদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয় । সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কল্পনা রায়। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোগ্রাম ইউনিয়নের মেম্বার সুধীর চন্দ্র রায় ওরাও । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গোদাগাড়ী বসন্তপুর গ্রাম কমিটির সাধারণ সম্পাদক সোমা পান্না, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আলিমা খাতুন, লিগ্যাল এইড সম্পাদক শিখা রায়, প্রমূখ।
এই সভায় বক্তারা বলেন, সমাজে নারীরা বিভিন্ন ধরনের পেশায় নিয়োজিত রয়েছেন । নারী নির্যাতন প্রতিরোধ ও বিলোপের কাজকে মানবাধিকার রক্ষার অস্ত্র হিসাবে বিবেচনা করা হয়। নারীর প্রতি নিষ্ঠুর আচরণ মানব সভ্যতার প্রতি এক ঐতিহাসিক চ্যালেঞ্জ। মনে রাখা প্রয়োজন কর্ম ক্ষেত্রে যৌন হয়রানি চলবে না । আইন কেবল মাত্রে প্রচলন করাই যথেষ্ট নয় এর প্রয়োগ চাই যথাযথভাবে।
বৈষম্যমূলক নাগরিক আইন শাসনতন্ত্রের সম-অধিকার নীতির পরিপন্থী । হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুযায়ী শ্রমজীবী নারীরা কর্মস্থলে যৌন হয়রানি ও নিপীড়নের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সংঘটিত এ ধরনের ঘটনার ক্ষেত্রে আইনগত ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ সহ কর্তৃপক্ষের দায়িত্ব নির্দিষ্ট করা হয়েছে। এছাড়াও বালবিবাহ নিরোধ আইন সম্পর্কেও আলোচনা করা হয়। সভা শেষে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।