গোদাগাড়ীতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সভা

আপডেট: ডিসেম্বর ১, ২০১৬, ১২:২৬ পূর্বাহ্ণ

গোদাগাড়ী প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ীতে জন প্রতিনিধিদের সাথে মানসিক স্বাস্থ্য বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় গোদাগাড়ী পৌর হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
রাজশাহী জেলা বাধন প্রতিবন্ধী সংস্থার সাবেক সহ-সভাপতি মো. ইমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী পৌরসভার মেয়র মনিরুল ইসলাম বাবু। অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, পাস সংস্থার সভাপতি আব্দুল মাতিন, সাধারণ সম্পাদক অলিউল্লাহ, ক্যাশিয়ার টিপু সুলতান প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন, এডিডি ইন্টারন্যাশনালের ফিল্ড ট্রেনার মো. মাহবুব আলম মুকুল। আলোচনায় বক্তারা মানসিক রোগীদের মেধাবিকাশ, চিকিৎসাসহ সকলস্তরে তাদের মর্যাদা অক্ষুন্ন থাকে সেই বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেন। সভায় মানসিকভাবে  অসুস্থ্য ব্যক্তিদের উন্নয়নে সরকারী সংস্থা এনজিওসহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহব্বান জানান হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ