গোদাগাড়ীতে সরকারি ওষুধসহ দুইজন আটক

আপডেট: আগস্ট ৩, ২০১৭, ১:২১ পূর্বাহ্ণ

গোদাগাড়ী প্রতিনিধি


রাজশাহীর গোদাগাড়ীতে সরকারি ওষুধসহ দুইজন আটক হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত আটককৃতদের ২০ হাজার টাকা জরিমানা করেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার দুপুর ২ টার দিকে উপজেলার জৈটাবটতলায় সরকারি ওষুধ নিয়ে যাত্রী ছাউনিতে বসেছিল আসাদুজ্জামান (২০) ও হুমায়ন কবির (২৮) নামের দুই যুবক। এ সময় বগুড়া এপিবিএন উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান যাত্রী ছাউনিতে বসে থাকা আসাদুজ্জামান ও হুমায়নকে আটক করে এবং তাদের কাছ থেকে সরকারি ওষুধ উদ্ধার করে। আটককৃতদেরকে গোদাগাড়ী থানা পুলিশের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্র্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ নেওয়াজ সরকারি ওষুধ বহনের অভিযোগে দুইজনকে ২০ হাজার টাকা জরিমানা করেন। আটককৃত আসাদুজ্জামান গোদাগাড়ী পৌর এলাকার রামনগর গ্রামের আশরাফুল হকের ছেলে ও হুমায়ন কবির জৈটাবটতলা গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে। এসআই আতাউর রহমান জানান, আটককৃতদের কাছ থেকে এক কার্টনে সরকারি ওষুধ যা বিক্রয় নিষিদ্ধ উদ্ধার করা হয়। ওষুধগুলি কোন হাসপাতাল থেকে চুরি করা। জরিমানা টাকা পরিশোধ করলে আটককৃতদেরকে ছেড়ে দেয়া হয়।