সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৬ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক :
র্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল বুধবার (৭ নভেম্বর) ভোর সাড়ে ৫ টায় গোদাগাড়ী থানার ডাইংপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ লাখ টাকা অর্ধদণ্ডে দণ্ডিত সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
ধৃত আসামী নাজিম উদ্দিন (৩৫)। সে তানোর থানার চিমনা গ্রামের মো. ইয়াসিন আলীর পুত্র। খবর বিজ্ঞপ্তির।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজিম জানায় এক লোক পাওনা টাকার উদ্দেশ্যে তার নামে মামলা করেছিল। আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী জেলার তানোর থানায় জিডিমূলে হন্তান্তর করা হয়েছে।