মঙ্গলবার, ২ মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ, ১৭ ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ ।
গোদাগাড়ী প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ীতে সুশাসন ও মানবাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলার গোগ্রাম ইউনিয়ন পরিষদ হলরুমে দুই দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন গবেষণা সংস্থা বারসিকের আয়োজনে গ্রোগ্রাম ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান আবদুর রহমানের সভাপত্বিতে কর্মশালায় বক্তব্য দেন, গোদাগাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির তোতা, ইউপি সচিব মাজারুল ইলসাম, বারসিকের ফিল্ড ফ্যাসিলেটর এনামুল হক, প্রশিক্ষক মনিরা পারভীন, সাংবাদিক সাইফুল ইসলাম প্রমুখ। কর্মশালায় গোগ্রাম, মাটিকাটা, দেওপাড়া, বাসুদেবপুর, মোহনপুর ইউনিয়ন পরিষদের ৩০ জন সদস্য (মেম্বার) অংশগ্রহণ করেন। কর্মশালায় সুশাসন ও মানবধিকার বিষয় নিয়ে আলোচনা করা হয়।