রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
গোদাগাড়ী প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০ টায় উপজেলা বিআরডিবি হলরুমে দিনব্যাপি কর্মশালার আয়োজন করে প্রিপ ট্রাস্ট অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প। নারী নেত্রী রেশমা খাতুনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাব সভাপতি আলমগীর কবির তোতা, প্রিপ ট্রাস্টের আঞ্চলিক ব্যবস্থাপক সাইফুজ্জামান শিপন, প্রোগ্রাম অফিসার ফরিদ আহমেদ প্রমুখ। প্রশিক্ষণে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও স্থানীয় সেবার মান উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।