গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট: ডিসেম্বর ৫, ২০২৩, ৯:৫০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


গোদাগাড়ী উপজেলায় হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গোদাগাড়ী থানার মানিকচক বাজার থেকে সোমবার (০৪ ডিসেম্বর) রাত ৯:২৫ টায় একজন মাদক ব্যবসায়ীকে ১০০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত অভিযুক্তের নাম সবুর আলী (২৪)। সে গোদাগাড়ী থানার চর আমতলা খাসমহল গ্রামের মো: নবিরুল ইসলামের পুত্র।

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবির এসআই (নিরস্ত্র) মো: মাহবুব আলম ও সঙ্গীয় ফোর্স-সহ সোমবার (০৪ ডিসেম্বর) রাত ০৯:১০ টায় গোদাগাড়ী থানাধীন ডিএমসি মোড় ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ঐ দিন গোদাগাড়ী থানার চর আষাড়িয়াদহ ইউনিয়নের দিয়াড় মানিকচক বাজারস্থ তিন মাথান মোড়ে একজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য হেরোইন নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রাত ০৯:২৫ টায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত সবুর আলীর দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির সামনের ডান কোচ হতে একটি সাদা স্বচ্ছ পলিথিনের প্যাকেটে রক্ষিত বাদামী বর্ণের গুড়া পদার্থ হেরোইন ১০০ গ্রাম-সহ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্ত সবুর আলীর বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ