সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ৮৩০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। তার নাম মো. মান্নান (৩০)। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মোহনপুর গ্রামে তার বাড়ি। বাবার নাম মিন্টু।
র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল বুধবার (০৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে গোদাগাড়ীর বিশ্বনাথপুর গ্রামে অভিযান চালিয়ে মান্নানকে আটক করে। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মান্নান একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। আটকের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোদাগাড়ী থানায় একটি মামলা করা হয়েছে। মান্নানকেও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।