গোদাগাড়ীতে হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার এক

আপডেট: জানুয়ারি ২২, ২০১৭, ১২:০৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ৪০০ গ্রাম হেরোইন ও ২০০ পিস ইয়াবাসহ আবদুল খালেক (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল শনিবার সকাল সোয়া ৭টার দিকে গোদাগাড়ী-আমনূরা সড়কে উপজেলার জৈটাবটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবদুল খালেকের বাড়ি উপজেলার আঁচুয়াভাটা কশাইপাড়া গ্রামে। তার বাবার নাম মৃত আলাউদ্দিন।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবদুর রাজ্জাক জানান, সকালে ফোর্স নিয়ে তিনি জৈটাবটতলা এলাকায় সড়ক দিয়ে যাওয়া বিভিন্ন যানবাহনে নিয়মিত তল্লাশি চালাচ্ছিলেন। এ সময় একটি বাইসাইকেলে চড়ে যাচ্ছিলেন আবদুল খালেক। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০০ গ্রাম হেরোইন ও ২০০ পিস ইয়াবা পাওয়া যায়। এরপরই তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার নামে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।