গোদাগাড়ীতে ১৫শ পিস ইয়াবাসহ গ্রেফতার দুই

আপডেট: মার্চ ২১, ২০১৭, ১:১৬ পূর্বাহ্ণ

গোদাগাড়ী প্রতিনিধি



রাজশাহীর গোদাগাড়ীতে ১৫শ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা ১১টার দিকে গোদাগাড়ী মেডিকেল মোড় থেকে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন চঁাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর বাগডাঙ্গা গ্রামের মৃত কলিমুদ্দীনের ছেলে ইউসুফ আলী (৪০) ও সেকান্দর আলীর ছেলে বাবু (৩৫)।
পুলিশ জানায়, সোমবার বেলা ১১টার দিকে গোদাগাড়ী মেডিকেল মোড়ে আটককৃতদের দেহ তল্লাশি করে ১ হাজার ৫শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় পাঁচ লাখ টাকা।
এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিপজুর আলম মুন্সি বলেন, আটককৃত ইউসুফ আলী ও বাবু চাঁপাইনবাবগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে গোদাগাড়ীর উদ্দেশ্যে আসছিল। তাদেরকে সন্দেহ হলে পুলিশ মোটরসাইকেল থামিয়ে দেহ তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করে। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ