মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
গোদাগাড়ী প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ীতে ২০০ গ্রাম হেরোইনসহ একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার রাজাবাড়ীহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ীহাট এলাকায় অভিযান চালিয়ে ২শ গ্রাম হেরোইনসহ নুরুল ইসলাম ওরফে বঙ্গরুলকে (২৫) গ্রেফতার করে। গ্রেফতারকৃত বঙ্গরুল গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের হোসেন আলীর ছেলে। বঙ্গরুল ধানের ট্রাকে করে হেরোইন নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। এসময় গোযেন্দা পুলিশ তার কাছে থাকা ব্যাগ তল্লাশী করে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। এ ব্যাপারে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।