সোমবার, ২৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
গোদাগাড়ী প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ী থানা পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী সেলিম ওয়ার্ড কৃষকলীগের সভাপতি হয়েছেন। একই সঙ্গে সেলিম ওয়ার্ড যুবদলের সভাপতির দায়িত্বেও রয়েছেন। দেশের প্রধান দুইটি রাজনৈতিক দলের সহযোগী সংগঠনে সেলিমকে সভাপতি করায় এলাকায় চঞ্চল্লের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোদাগাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের (মাদারপুর) যুবদলের সভাপতির পদ না ছেড়ে নতুন করে একই ওয়ার্ডের ওয়ার্ড কৃষকলীগের সভাপতি হয়েছেন সেলিম। এ বিষয়ে পৌর কৃষকলীগের আহ্বায়ক কামাল হোসেন মাইফুল বলেন, ওয়ার্ড যুবদলের সভাপতি সেলিম দল ছেড়ে কৃষকলীগে যোগদান করেছে। এরপর স্থানীয় কৃষকলীগের নেতাকর্মীরা সেলিমকে সভাপতি নির্বাচন করেন।
পৌর যুবদলের সভাপতি মাহবুবুর রহমান বিপ¬ব বলেন, সেলিম ওয়ার্ড যুবদলের সভাপতির পদ থেকে পদত্যাগ করে নি। তাই সেলিম এখনও ওয়ার্ড যুবদলের সভাপতি রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোদাগাড়ী থানায় মাদক ব্যসসায়ীদের তালিকায় সেলিমের নাম রয়েছে। মাদক ব্যবসার দৌলতে সেলিম কোটিপতি হয়েছে। নিজকে রক্ষা করার জন্য সব সময় ক্ষমতাসীন দলের সঙ্গে থাকে। আর রাজনৈতিক দলের কতিপয় নেতারা নিজের স্বার্থের জন্য সেলিমকে দলে জায়গা করে দিচ্ছে।
এ ব্যাপারে সেলিম বলেন, তিনি যুবদলের সভাপতি থাকলেও অনেক আগে পদ ছেড়ে দিয়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন। মাদক ব্যবসার বিষয়টি অস্বীকার করে রড-সিমেন্টের ব্যবসার সঙ্গে জড়িত বলে তিনি জানান।