গোদাগাড়ী উপজেলায় গোল্ডেন সান বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট: ডিসেম্বর ২৩, ২০২৩, ৯:৩৪ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:


সম্পূর্ণ বে-সরকারি ব্যবস্থাপনায় নার্সারী থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল ১০ টায় মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে গোল্ডেন সান বৃত্তি পরীক্ষা ২০২৩ অনুষ্ঠিত হয়।
বৃত্তিপরীক্ষায় ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের চারশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত প্রতিযোগিতামূলক এ বৃত্তিপরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন গোল্ডেন সান বৃত্তি প্রদান কমিটির মহাসচিব জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান রফিকুল আলম, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলী, বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, কাশিমপুর এ.কে ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার জাহান কবির, রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মতিয়ার রহমান, বিদিরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, মহিশালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল, আঁচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা বেগম ও সাংবাদিক মানিক।

এ বিভাগের অন্যান্য সংবাদ