সোমবার, ৭ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
গোদাগাড়ী প্রতিনিধি :
উপজেলার মাটিকাটা, কুমরপুর ও রাজাবাড়ি হাট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ১০ টা পর্যন্ত ৫০০ ভোট পড়েছে। এছাড়াও অন্যান্য কেন্দ্রে সকাল ৮ থেকে বেলা ১১ টা পর্যন্ত ২২% ভোট পড়েছে বলে প্রিজাইডিং অফিসাররা জানান। এবার প্রতিটি ভোট কেন্দ্রে বুথের সংখ্যা বেশি হওয়ায় সহজেই ভোট দিতে পারছে।
এতে করে ভোটারদেরকে অপেক্ষা করতে হচ্ছে না। উপজেলার নবগ্রাম ভোট কেন্দ্রে ভোটারদেরকে বাধা দিচ্ছিলো উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পারভেজ মোশারফ বাবু। পরে ইউএনও ও সহকারী রিটার্নিং অফিসার আতিকুল ইসলাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।